Post Top Bottom Google Ad Code

মধ্যনগর থানার বিতর্কিত ওসি মো.সজীব রহমান বদলী

  • প্রকাশের সময় : ০৫/০৬/২০২৫ ০৭:২৫:২৯ AM

Share
51

সুনামগঞ্জের মধ্যনগর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. মবিনুর রহমানের কাছে বুধবার(৪জুন) দ্বায়িত্ব হস্তান্তর করে মধ্যনগর ছেড়েছেন বিতর্কিত অফিসার ইনচার্জ (ওসি) মো.সজীব রহমান।

অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গেল ১৪ মে পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বিতর্কিত ওসি সজীব রহমানকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে জনস্বার্থে বদলি করা হয়।

জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টারের এ আদেশ স্থগিত করতে প্রায় তিন সপ্তাহ ধরে বিভিন্ন মহলে নানা তদবির করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই মধ্যনগর ছেড়েছেন ওসি সজীব।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে প্রত্যাহার সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত) আফম আনোয়ার হোসেন খান মধ্যনগর থানায় ওসি হিসাবে সজীব রহমানকে পদায়ন করেন। ওই থানায় যোগদানের পর থেকে মামলা, গ্রেফতার, গণহয়রানি, ঘুষ বাণিজ্য, জলমহাল দখলে সহযোগীতা, সীমান্তের চোরাচালান, চাঁদাবাজ চক্রকে মদদ জুগিয়ে দুহাতে টাকা কামানো ছাড়াও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ওসি সজীব রহমান।

সরকারের একটি গোয়েন্দা সংস্থা কর্তৃক পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণকৃত প্রতিবেদনেও উঠে আসে ওসি সজীব রহমানের ঘুষ বাণিজ্য, সীমান্তের চোরাকাবারে সম্পৃক্ততা সহ নানা বিতর্কিত কর্মকান্ডের তথ্যাবলী।

এছাড়া চলতি বছরের শুরুর দিকে মধ্যনগর সীমান্তের চোরাকারবারে ওসি সজীব রহমানের সংশ্লিষ্টতা ও চোরাইপথে আনা ভারতীয় পণ্যের চালান জব্দ করা নিয়ে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণের অভিযোগ এনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে লিখিত প্রতিবেদন প্রেরণ করেন মধ্যনগর উপজেলার দ্বায়িত্বে থাকা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।

স্থানীয়রা জানান, ওসি সজীব মধ্যনগর থানায় যোগদানের পরেই স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতা ও তার কয়েকজন অনুসারীসহ মধ্যনগর থানায় কর্মরত একজন এসআই ও একজন এএসআই পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তাকে  নিয়ে গড়ে তুলেন একটি শক্তিশালী চক্র। এই চক্রের মাধ্যমেই বিতর্কিত সকল কর্মকান্ড চালাতেন ওসি সজীব রহমান। এসব অভিযোগসহ নানান বিতর্কিত কর্মকান্ডের কারনে বিভিন্ন সময়ে তিনি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদের শিরোনাম হন।


সিলেট প্রেস / ০৫ জুন ২০২৫/ এফ কে


Local Ad Space
কমেন্ট বক্স
আসরাফ উদ্দিন হিল্লোল, মধ্যনগর

আসরাফ উদ্দিন হিল্লোল, মধ্যনগর

প্রকাশ: ২০২৫-০৬-০৫ ০৭:২৫:২৯