Post Top Bottom Google Ad Code

কারারক্ষী নিয়োগ: সিলেটে লিখিত পরীক্ষার জন্য টিকলেন ২০৬ জন

  • প্রকাশের সময় : ১২/০৫/২০২৫ ০৫:১৬:১২ AM

Share
59

সারাদেশে কারা অধিদপ্তরের কারারক্ষী পদে নিয়োগের জন্য বাছাই কার্যক্রম চলছে; এর মধ্যে সিলেট বিভাগ থেকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২০৬ জন।

শনিবার সকাল ৯টা থেকে সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ নিয়োগ পক্রিয়ার বাছাই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

তিনি বলেন, “এবার কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত এ কারারক্ষী পদে নিয়োগ পাবেন ৩৭৮ জন পুরুষ আর ১২৭ জন নারী। সেজন্য সারা দেশ থেকে আমরা ৪৭ হাজার পুরুষ আর ৩ হাজার ৩০০ নারীর আবেদন পেয়েছি।

আগে নিয়োগ প্রক্রিয়াটি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হত জানিয়ে তিনি বলেন, “বর্তমানে প্রার্থীদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে প্রতি বিভাগে পরীক্ষা নেওয়া হচ্ছে। শনিবার পরীক্ষায় সিলেট বিভাগের প্রার্থীরা অংশগ্রহণ করেন। এতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে মোট আবেদন করেছেন এক হাজার ৫৫৩ জন।”

তিনি বলেন, “আবেদনে পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি আর মহিলা ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা চাওয়া হয়েছে। তবে আমরা সর্বোচ্চ যত উচ্চতা পাচ্ছি, সেটি নেওয়া হয়েছে। কারণ আমরা চাচ্ছি, একজন বন্দি যত শক্তিশালী হোক, আমাদের লোকটা যেন আরও শক্তিশালী হয়।”

বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের প্রথমে উচ্চতা ও বুকের মাপ দেখা হয়। তারপর দৌড়, হাই জাম্প, লং জাম্প, পুশআপের মাধ্যমে শারিরীক সক্ষমতা যাচাই করার পর মেডিকেল টেস্ট হয়।

আমরা চেষ্টা করেছি সুন্দর এবং সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সুঠাম দেহের অধিকারীদের কারারক্ষী হিসেবে নিয়োগ দিতে পারি, বলেন কারা অধিদপ্তরের এই কর্মকর্তা।

দিন শেষে সিলেট বিভাগ থেকে ২০৬ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। এর মধ্যে পুরুষ কারারক্ষী পদে সিলেট জেলা থেকে ৪২, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জ ৩৫ ও মৌলভীবাজারের ২৪ জন এবং নারী কারারক্ষী পদে ৩০ জন নির্বাচিত হয়েছেন।

কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রার্থীদের রোল নম্বর প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, “ঈদের পর সারাদেশের প্রার্থীদের এক যোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখে এসএসএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”


সিলেট প্রেস / ১২ মে ২০২৫/ এফ কে


Local Ad Space
কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০৫-১২ ০৫:১৬:১২