Post Top Bottom Google Ad Code

বাহুবল গ্রীনল্যান্ড জামে মসজিদের জন্য ইমাম আবশ্যক

  • প্রকাশের সময় : ১২/০৪/২০২৫ ০৯:২২:১৯ AM

ছবি: সংগৃহীত

Share
80

সিলেটে সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের বাহুবল গ্রীনল্যান্ড জামে মসজিদে একজন অভিজ্ঞতাসম্পন্ন ইমাম নিয়োগ দেওয়া হবে।


হাফেজ ও মুফতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 


যোগ্যতা হিসেবে যা যা প্রয়োজন-


কুরআন, হাদিস ও ইসলামী শিক্ষায় গভীর জ্ঞান, কুরআন-হাদিসের আলোকে যুগোপযোগী ওয়াজ করার সক্ষমতা, ইমামতি, জুমার খুতবা প্রদান, মুসল্লিদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং ইসলামিক শিক্ষায় অবদান রাখার পূর্ব অভিজ্ঞতা,  সুবক্তা ও সুমধুর কণ্ঠের অধিকারী, উত্তম চরিত্র, নৈতিকতা এবং সমাজে সুপরিচিত ও গ্রহণযোগ্য, বয়স অন্তত ৩৫ বছর এবং প্রার্থীকে অবশ্যই বিবাহিত হতে হবে।  


সম্মানী হিসেবে- সর্বনিম্ন ১৫,০০০/- টাকা, সুসজ্জিত আবাসন এবং খাওয়া-দাওয়ার সুব্যবস্থা রয়েছে।


আবেদনের পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীগণকে আগামী ১৮ই এপ্রিল (শুক্রবার) এর মধ্যে অভিজ্ঞতার সনদসহ সরাসরি নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ ফোনে জানানো হবে।


যোগাযোগের ঠিকানা:

মাওলানা জাকির আহমেদ, ফোন: ০১৩১৫৯৩৯২৯৩ এবং হাফিজ আজিম উদ্দিন 

ফোন: ০১৭৮৩৪০৫২১২, মুয়াজ্জিন, বাহুবল গ্রীনল্যান্ড জামে মসজিদ।


অনুরোধক্রমে: মসজিদ পরিচালনা কমিটি।


সিলেট প্রেস / এস.এ


Local Ad Space
কমেন্ট বক্স
ক্যারিয়ার ডেস্ক

ক্যারিয়ার ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৪-১২ ০৯:২২:১৯