Post Top Bottom Google Ad Code

টাঙ্গুয়ার হাওরে বাঁধ উপচে পড়ছে পাহাড়ি ঢল

  • প্রকাশের সময় : ২৭/০৪/২০২৫ ০৭:২৪:৫২ AM

তবে এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত ফসলরক্ষা বাঁধ না।

Share
34

পাহাড়ি ঢলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ করছে।

শনিবার সকাল থেকেই বাঁধটি দিয়ে পানি প্রবেশ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত ফসলরক্ষা বাঁধ না। স্থানীয়রা এই বাঁধ যাতায়াতের জন্য তৈরি করেছেন।

যদিও কৃষি বিভাগ জানিয়েছে, সংরক্ষিত হাওর টাঙ্গুয়ায় এক হাজার ২৩৫ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ ধান কাটা হয়ে গেছে।

স্থানীয় পরিবেশ কর্মী ও কৃষক আহমদ কবীর বলেন, “টাঙ্গুয়ার হাওরের এই বাঁধ আমরা স্থানীয়রা মেরামত করি। প্রতি বছর এই সময়ে পাহাড়ি ঢলে উপচে পানি প্রবেশ করে। এবারও সকাল থেকে পানি প্রবেশ করছে। পানির তোড়ে বাঁধটি ভেঙে গেছে।

“তবে এতে হাওরের ফসল নষ্ট হওয়ার সুযোগ নেই। যেসব এলাকার জমি কর্তন হয়নি তা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে।”

পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “টাঙ্গুয়ার হাওরে আমাদের পাউবোর কোনো বাঁধ নেই। এটি স্থানীয়রা এই মৌসুমে চলাচলের জন্য তৈরি করেন। পাহাড়ি ঢল বৃদ্ধি পাওয়ায় এখন বাঁধ উপচে পানি প্রবেশ করছে।”

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা আজাদ বলেন, “টাঙ্গুয়ার হাওরে যে জমিতে ধান লাগানো হয়েছিল তা দুইদিন আগেই কাটা শেষ হয়েছে। সামান্য ক্ষেত উঁচুতে আছে। যা এই ঢলের পানিতে সমস্যা করবে না।”

জেলার সব হাওরে গড়ে ৭০ ভাগের বেশি ধান কাটা হয়ে গেছে বলে জানান তিনি।


সিলেট প্রেস / ২৭ এপ্রিল ২০২৫/ এফ কে


Local Ad Space
কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০৪-২৭ ০৭:২৪:৫২