মাধবপুরে নারায়ন সরকার নয়ন নামে এক সংবাদকর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা মোটর সাইকেল ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন ওই সংবাদকর্মী। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ৪নং আদাঐর ইউনিয়ন এলাকার মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর কালী মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
নারায়ণ সরকার নয়ন জানান, সে একজন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ধারী ব্যবসায়ী হিসেবে ইলেক্ট্রনিক্স মালামাল আনার জন্য ১৯ মে শুক্রবার দুপুরে ভারতের আগরতলা যাওয়ার কথা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আদাঐর গ্রামে একটি মোবাইলের জন্য তমাল চক্রবর্তীর বাড়িতে যায়। সেখান থেকে আসার পথে ঐ গ্রামের কালী মন্দির এলাকায় পৌছা মাত্র কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা করে একটি মোটরসাইকেল ও নগদ ২ লক্ষ টাকা চিনিয়ে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে এসআই সাইদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং বিষয়টি নিয়ে তদন্ত করেন। ওসি মোঃ আতিকুর রহমান (তদন্ত) জানান, নারায়ণ সরকার একটি অভিযোগ দিয়েছেন, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।