Post Top Bottom Google Ad Code

তীব্র গরম থেকে রক্ষা পেতে যা করবেন

  • প্রকাশের সময় : ২১/০৪/২০২৪ ০১:০০:১৬ AM

ছবি-সংগৃহীত

Share
91

দেশের চলমান তীব্র গরম আরো বেশ কিছুদিন স্থায়ী হতে পারে। এমন গরমে দীর্ঘ সময় রোদে থাকলে হিটস্ট্রোক হয়ে অসুস্থ হয়ে যেতে পারে লোকজন। শিশু ও বয়স্কদের জন্য এই ঝুঁকি আরো বেশি।


আর তাই চলুন জেনে নিই গরম থেকে রক্ষা পেতে যা করবেন


১. পাতলা ও হালকা রঙের পোশাক পরুন।



২. বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন।



৩. শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে।



৪. স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে। বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন।



৫. গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন।



৬. মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজী খান।



৭. প্রস্রাবের রঙ খেয়াল করুন। প্রস্রাবের গাঢ় রঙ পানি স্বল্পতার লক্ষণ।



৮. সব সময় ছাতা বা টুপি সঙ্গে রাখুন।



৯. ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন।



১০. চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়।


সিলেট প্রেস / ২১ এপ্রিল ২০২৪ইং/এএ


Local Ad Space
কমেন্ট বক্স
 লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-২১ ০১:০০:১৬