Post Top Bottom Google Ad Code

তিনশোর অধিক চাকরি নিয়ে আসছে ৩৫টি কোম্পানি

  • প্রকাশের সময় : ২৪/০১/২০২৪ ০৭:২৮:২৯ AM

ছবি- সংগৃহীত

Share
93

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বারের মতো আয়োজিত হচ্ছে যাচ্ছে জবফেস্ট। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব (সাস্টসিসি)’র উদ্যোগে এ জবফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জবফেস্টে বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল ৩৫টিরও বেশি কোম্পানি তিনশোর অধিক চাকরি নিয়ে আসছে।


মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর একটায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান ক্যারিয়ার ক্লাবের নেতৃবৃন্দরা।


এসময় ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাকিব হাসান রাসেল বলেন, প্রতিবছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী জবফেস্টের আয়োজন করেছে ক্যারিয়ার ক্লাব। এটি ক্যারিয়ার ক্লাবের ৫ম জবফেস্ট। আগামী ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সকাল ৯টায় জবফেস্ট উন্মোচন হবে।


এ জবফেস্টে অংশ নেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাভানা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, লাইট ক্যাসল পার্টনার্স, আড়ং, এপেক্স, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম, শেভরন বাংলাদেশ, হামিম গ্রুপ, প্রাণ, আরএফল এবং ক্রাউন সিমেন্ট সহ আরো অনেক ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি।


জবফেস্টের প্রথমদিন (৩১ জানুয়ারি) চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি জমা নেওয়া হবে। এদিন বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে কর্পোরেট ক্যারিয়ার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। পরদিন (১ ফেব্রুয়ারি) শুন্যতার ভিত্তিতে সিভি নেবে অনেক কোম্পানি এবং বিভিন্ন কোম্পানি সিভি জমাদানকারীদের মধ্যে নির্বাচিতদের ভাইভা নেবে।


জবফেস্ট উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ জবফেস্টে ব্রোঞ্জ স্পন্সর হিসেবে লাইট ক্যাসল পার্টনার্স, বেভারেজ পার্টনার হিসেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, স্নাক্স পার্টনার হিসেবে প্রাণ, স্ট্রেটেজিক পার্টনার হিসেবে ওয়াদওয়ানি ফাউন্ডেশন এবং ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালি, রিক্রুটেন্ট পার্টনার হিসেবে বিডিজবস থাকবে।


উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত জবফেস্টে অংশগ্রহণকৃত ২৮টি কোম্পানির সমন্বয়ে ৩০৯টি চাকরির বিপরীতে প্রায় ১০হাজার সিভি জমা পড়ে।


সিলেট প্রেস / ২৪ জানুয়ারি ২০২৪/ এফ কে


Local Ad Space
কমেন্ট বক্স
ক্যারিয়ার ডেস্ক

ক্যারিয়ার ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-২৪ ০৭:২৮:২৯