Post Top Bottom Google Ad Code

সিলেটে ভিজোয়াল মিডিয়া কর্মী ধর্ষণ : গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : ০৬/১১/২০২৩ ০২:৩৩:০৩ AM

সংগৃহীত ছবি

Share
37

সিলেটে ভিজোয়াল মিডিয়া কর্মী ধর্ষণ মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ। রোববার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হচ্ছে-সিলেটে নগরের মিরাবাজার চুন্দানীটুল উদ্দীপন ৬২-এর মৃত শফিক মিয়ার পুত্র শাহাদত হোসেন রাজন, রাজনের স্ত্রী শারলিন বেগম এবং ধর্ষণের সহযোগী মাহিন নামের আরেক যুবক। গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে বলে  জানিয়েছে পুলিশ।

অভিযোগে প্রকাশ, সিলেট নগরের রয়নগরের বর্তমান বাসিন্দা ভিজোয়াল মিডিয়া কর্মী এক নারীকে বিয়ের প্রলোভন ও  পর্ণোগ্রাফির মাধ্যমে জিম্মি করে লাগাতার ধর্ষণ করে শাহ নেওয়াজ হোসেন শাহীন নামের এক ব্যক্তি। কথিত ধর্ষক নগরের মিরাবাজার চুন্দানীটুল উদ্দীপন ৬২-এর মৃত শফিক মিয়ার পুত্র। 

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে তাকে ধর্ষণ করে।  নগরের রায়নগরস্থ  ভিকটিমের বাসায় ধর্ষণের এ ঘটনা ঘটে। শাহীনের পরিবার পরিজনসহ বন্ধুরাও এ কাজে তাকে সহযোগিতা করে বলেও অভিযোগ করেন ওই ভিজোয়াল নারীকর্মী। 

 দীর্ঘদিন ধর্ষণের পর শাহীন তাকে  বিয়ে করতে অস্বীকৃতি জানলে ওই নারী গত ১৫ অক্টোবর সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গিয়ে একটি দরখাস্ত মামলা করেন। মামলায় ধর্ষণ ও সহায়তার অভিযোগ এনে শাহ নেওয়াজ হোসেন শাহীনসহ ৫ জনকে অভিযুক্ত করেন ওই নারী। ট্রাইব্যুনাল দরখাস্ত আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমনসহ পেনাল কোডের সংলিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করতে সিলেট কেতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ করেন। 

আদালতের আদেশে কোতোয়ালি পুলিশ গত ২৭ অক্টোবর  অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা [নং-৪৫(১০)২৩] রুজু করে। মামলার তদন্তের দায়িত্বে থাকা থানার এসআই মিজান রবিবার বিকেল থেকে সোমবার গভীর রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে শাহীনের ভাই রাজন, ভ্রাতৃবধূ শারলিন ও তার বন্ধু মাহিনকে গ্রেফতার করে। তবে ধর্ষণ মামলার মূল আসামী শাহ নেওয়াজ হোসেন শাহীন এখনো পলাতক রয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই মিজান আসামীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং মূল আসামীসহ অন্যদের গ্রেফতারে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।


সিলেট প্রেস / ৬ নভেম্বর ২০২৩/এএ


Local Ad Space
কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১১-০৬ ০২:৩৩:০৩