Post Top Bottom Google Ad Code

বয়ফ্রেন্ডকে ৫ ভরি স্বর্ণ দিয়েও বাঁচতে পারেনি কলেজ শিক্ষার্থী জুঁই

  • প্রকাশের সময় : ০৫/১০/২০২৩ ১২:০৭:৩৮ PM

ছবি- সংগৃহীত

Share
51

রাজধানীর পল্লবীতে একটি বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তায়েবাতুন জুঁই (২০) নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (২ অক্টোবর) রাতে পল্লবীর ২০ নম্বর রোডের ‘ডি’ ব্লকের ৬ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাঁচ ভরি স্বর্ণ না দিলে জুঁইয়ের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তার বয়ফ্রেন্ড হিমেল। উপায় না পেয়ে চাচার ঘর থেকে স্বর্ণ চুরি করে বয়ফ্রেন্ডের হাতে তুলে দেয় এই শিক্ষার্থী। কিন্তু ঘটনাটি জানাজানি হওয়ায় লজ্জায় আত্মহত্যার পথ বেছে নেয় জুঁই।

পরিবারের সদস্যদের অভিযোগ, কিশোর গ্যাং লিডার ও মাদক বিক্রেতা হিমেলের ব্ল্যাকমেইলের কারণেই আত্মহত্যা পথ বেছে নেয় জুঁই।

নিহতের বাবা জুলহাস খান বলেন, আমার মেয়ে যে প্রেম করত আমি জানতাম না। ওকে ব্ল্যাকমেইল করে স্বর্ণগুলো নেওয়া হয়েছে। এ ঘটনায় বিচার চান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। এ ঘটনায় তদন্ত চলছে।


সিলেট প্রেস / ০৫ অক্টোবর ২০২৩/এফ কে


Local Ad Space
কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-০৫ ১২:০৭:৩৮