লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট ৮০ এর ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে কানাইঘাটের মুলাগুল হারিস চৌধুরী একাডেমীর হলরুমে অনুষ্ঠিত হয়।
লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আখতার হোসেইন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শহীদ উল্লাহ কাওছার এবং আহমদ হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শালীস ব্যক্তিত্ব সাবেক মেম্বার কবির আহমদ।
বক্তব্য রাখেন লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সহকারি সেক্রেটারী বদরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, কার্যকরি পরিষদের সদস্য আহমদ হোসেন প্রমুখ। এছাড়াও অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের নায্য দাবি ও অধিকার আদায়ের মাধ্যমে ঈদের আনন্দ পরিপূর্ণ করা সম্ভব। মেহনতি শ্রমিকরা কর্মস্থান না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। ঠিক তেমনই সময় কর্মসংস্থানের প্রতিষ্ঠানগুলো স্থানীয় শ্রমিকদের কাজ না দিয়ে বহিরাগত শ্রমিক এনে কম মজুরী দিয়ে কাজ করাচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক। বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিণির্মান করেছেন। অথচ শ্রমজীবী শ্রমিকরা আজ বৈষম্যের শিকার। এটা কখনও মেনে নেওয়া যায় না।
বক্তারা বলেন, অনতিবিলম্বে কর্তৃপক্ষ স্থানীয় শ্রমিকদের নায্য মজুরী দিয়ে কাজের সুযোগ করে না দিলে তৃণমূল শ্রমিক নেতৃবৃন্দ আন্দোলনে যেতে বাধ্য হবে।