Post Top Bottom Google Ad Code

দল ক্ষমতায় যাওয়ার আগেই দাপট দেখাচ্ছেন বিএনপি নেতা আব্দুল হক

  • প্রকাশের সময় : ১১/০৬/২০২৫ ০৪:৪৬:৩৪ AM

Share
84

দেশের বৃহৎ দল বিএনপি। রাজনৈতিক মাঠে বরাবরই ব্যতিক্রম। আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে দলটি। কিন্তু বিএনপির মুষ্টি কয়েক সুবিধাবাদী নেতাকর্মীর দাপটে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় রয়েছে। 

বিগত ৫ আগস্টের আগে যাদের দলীয় কোনো সভা, মিছিলে দেখা যায়নি বর্তমানে তাদের দাপটে দুর্নাম হচ্ছে বিএনপির। এমনই একজন আব্দুল হক।

তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশার কান্দি ইউনিয়নের কাঁঠাল খাইড় গ্রামের বাসিন্দা। জুয়া সহ নানা অপকর্মের সাথে জড়িত থাকায় এলাকাবাসীর কাছে তিনি জুয়াড়ি আবু্ল নামে পরিচিত।

পোশাকে সাচ্চা মুসলমান মনে হলেও অপকর্মে তিনি অপ্রতিদ্বন্দ্বী। যুব সমাজকে টার্গেট করে এলাকায় কৌশলে জুয়াড় ব্যবসা দিনদিন বৃদ্ধি করে চলেছেন। 

বিএনপি নেতা তালহার দাপটে চলা আব্দুল হকের বিরুদ্ধে কেউ ভয়ে অন্যায়ের প্রতিবাদ করতে সাহস করেন না। করলে তাকে মিথ্যা মামলায় পড়তে হয়।

নানা অনিয়ম, অপকর্ম ও ক্ষমতার অপব্যবহারের কারনে কাঁঠাল খাইড় উত্তর পাড়া জামে মসজিদের মোতওয়াল্লীর পদও তিনি হারান।

তার অপকর্মে বিএনপির বদনাম হওয়ার পরও অদৃশ কারনে আব্দুল হকের বিরুদ্ধে স্থানীয় নেতারা ব্যবস্থা না নেয়ায় সে আরো বেপরোয়া ও ভয়ঙ্কর হচ্ছে বলে অনেকের অভিমত।


সিলেট প্রেস / ১১ জুন ২০২৫/ এফ কে


Local Ad Space
কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০৬-১১ ০৪:৪৬:৩৪