পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি, বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক এবং সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ ও আনুগত্যেও মহান বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহ’র সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহাসুযোগ। পবিত্র এই উৎসব উপলক্ষে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীসহ দেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
একাত্তরের বীর এ সেনানী বলেন, দীর্ঘ দেড় দশক পর ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদুল আযহা উদযাপিত হবে। বিগত সময়ে গুম, খুন, গুপ্তহত্যার এক অবর্ণনীয় নিপীড়ন ও নির্যাতনে অনেক পরিবার স্বজনহারা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। এবারের ঈদে সেই পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাতে হবে। তাদের পাশে থাকতে হবে।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান বলেন, কোরবানীর মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ’র নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। ঈদুল আযহায় আমাদের অঙ্গীকার হোক-সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক অভূতপূর্ব সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।