Post Top Bottom Google Ad Code

সিলেটে বৃষ্টি থামলেও কমছে না জলাবদ্ধতা প্রশাসনের নজরধারীতে পুরো এলাকা

  • প্রকাশের সময় : ০৪/০৬/২০২৫ ০৮:১০:০২ AM

Share
45

সিলেটে সুরমা-কুশিয়ারাসহ অধিকাংশ নদীর পানিই অনেকটা স্থিতিশীল। তবে সীমান্তের ওপারে উজানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয়ভাবে বৃষ্টিপাত কমলেও নামছে পাহাড়ি ঢল। জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

এর মধ্যেই কুশিয়ারার ডাইকে একাধিক ভাঙন দেখা দেওয়ায় প্লাবিত হয়েছে জকিগঞ্জ উপজেলাসহ সিলেটের উত্তর পূর্বাঞ্চল। প্লাবিত হয়েছে সীমান্তের ২৫ থেকে ৩০টি গ্রাম।

এদিকে বৃষ্টি কমে আসায় সিলেট নগরীর জলাবদ্ধতার কিছুটা উন্নতি হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ জানান, সিটি করপোরেশন এলাকার জলাবদ্ধতা স্থানগুলো পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কী করলে জলাবদ্ধতা দূর হবে তা অনুসন্ধান করা হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড  দরগা মহল্লা এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুফতি কমর উদ্দিন জানান, হযরত শাহজালাল (রহ.) দরগাহ গেটের পশ্চিম পাশের খাল রাস্তার কারণে সংকীর্ণ হয়ে গেছে। তাই ওখানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

ইসলামী সমন্বয় পরিষদ সিলেটের বিভাগীয় সভাপতি জায়েদ আহমদ জানান, দাড়িয়াপাড়া জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ জল্লারপাড় ওয়াকওয়ে। বিষয় তিনি  সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে  লিখিত আবেদন দিবেন বলে জানান। সেটি ব্যবস্থা না হলে  এলাকাবাসীকে সাথে নিয়ে  নিবেন পরবর্তী পদক্ষেপ।তিনি বলেন  সবার আগে মানুষ। মানুষের অকল্যাণে আসে  এমন কোন প্রকল্প বাংলাদেশে আর কখনো  গ্রহণ করা হবে না  মর্মে  রাষ্ট্রযন্ত্র  মেরামতের কাজ করছে সরকার। 
সিলেট নগরীর  উপশহর এলাকার বাসিন্দা   বন্দর এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরাজধানী হোটেলের স্বত্বাধিকারী শামীম আহমদ জানান, সামান্য বৃষ্টিতেই  উপশহর  এর একটি অংশে  বেশি মাত্রায়  সৃষ্টি হয়। অথচ এখানে বড় বড় প্রতিষ্ঠান    রয়েছে । মানুষের অনেক দুর্ভোগ হয়।  ড্রেন  গুলোর  ধারণ ক্ষমতা নেই। এগুলো গভীরভাবে খনন করে। রাস্তা উঁচু করে  মানুষের   দুর্ভোগ লাগব করতে  সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। 

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সুরমা-কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে বৃষ্টিপাত কমেছে। গত ২৪ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

ইউএনও আজিজুন্নাহার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলেই পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।

এদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তিসংলগ্ন এলাকার পিয়াইন নদীর মধ্যস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ওই যুবকের নাম পাবেল মিয়া (২২)। তিনি   ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে।

সিলেটের জেলা প্রশাসক   মোহাম্মদ  শের মাহবুব  মুরাদ সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি মনিটরিং করতে দেখা যায়। এসয়  জেলার  বন্যা কবলিত  এলাকার  জনপ্রতিনিধিদের  নৌকা প্রস্তুত রাখতে নির্দেশনাও দিয়েছেন তিনি।


সিলেট প্রেস / ০৪ জুন ২০২৫/ এফ কে


Local Ad Space
কমেন্ট বক্স
এমদাদুর রহমান চৌধুরী জিয়া

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

প্রকাশ: ২০২৫-০৬-০৪ ০৮:১০:০২