Post Top Bottom Google Ad Code

সিলেটসহ দেশবাসীকে যুক্তরাজ্য প্রবাসী সালমান আহমদের ঈদুল আযহার শুভেচ্ছা

  • প্রকাশের সময় : ০৩/০৬/২০২৫ ০৮:১২:৫৬ AM

Share
61

সিলেটসহ দেশবাসী এবং বিশে^র মুসলমানদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী সালমান আহমদ।  


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। মহান আল্লাহ যেন আমাদের কোরবানি”কে কবুল করেন। পবিত্র ঈদুল আজহার খুঁশির দিনে দেশের উন্নয়ন ও সমাজের অসহায় মানুষের কল্যানে কাজ করার শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। 


তিনি আরো বলেন, আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই এবং ঈদুল আজহার শিক্ষা থেকে মনের পশুকে কোরবানি দিয়ে সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করি। আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। 


যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী সালমান আহমদ আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। 


সিলেট প্রেস / এম এ


Local Ad Space
কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৬-০৩ ০৮:১২:৫৬