Post Top Bottom Google Ad Code

সিলেটসহ দেশবাসীকে পর্তুগাল প্রবাসী লিপন আহমদের ঈদুল আযহার শুভেচ্ছা

  • প্রকাশের সময় : ০৩/০৬/২০২৫ ০৫:২৪:৪৭ AM

Share
89


সিলেটসহ দেশবাসী এবং বিশে^র মুসলমানদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগাল প্রবাসী সিলেটের দক্ষিণ সুরমার বানেশ্বরপুর মাসিক তাফসীরুল কোরআন মাহফিল পরিষদের সাবেক সভাপতি তরুণ সমাজকর্মী লিপন আহমদ। 


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদের এই দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমরা যে যেখানেই থাকিনা কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। 


তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমাদেরকে এই ত্যাগের শিক্ষা গ্রহণ করে সর্বদা হিংসা, নিন্দা পরিহারের মাধ্যমে জীবনের মূল লক্ষ্য বাস্তবায়নে আত্মনিয়োগ করতে হবে। তিনি ধনী গরীবের বৈষম্য দূর করে ঈদুল আযহা থেকে শিক্ষা নিয়ে আদর্শ সমাজ বিনির্মাণ ও মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান। 


পর্তুগাল প্রবাসী সিলেটের দক্ষিণ সুরমার বানেশ্বরপুর মাসিক তাফসীরুল কোরআন মাহফিল পরিষদের সাবেক সভাপতি তরুণ সমাজকর্মী লিপন আহমদ আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। 


সিলেট প্রেস / এম এ


Local Ad Space
কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৬-০৩ ০৫:২৪:৪৭