সিলেটের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। ঈদুল আযহার ছুটি উপলক্ষে আগামী ৫ জুলাই থেকে ১৪ জুলাই ২০২৫ পর্যন্ত ব্যাংকের মাধ্যমে প্রি-পেমেন্ট মিটারের রিচার্জ কার্ড বিক্রি বন্ধ থাকবে।
সোমবার (২ জুন) দুপুরে বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ছুটির কারণে ওই সময়ে উপশহরস্থ প্রি-পেমেন্ট ভেন্ডিং সেন্টার ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো রিচার্জ কার্ড বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবে।
এজন্য গ্রাহকদের ছুটির আগেই প্রয়োজন অনুযায়ী রিচার্জ কার্ড সংগ্রহ করে রাখার আহ্বান জানানো হয়েছে।
তবে ছুটিকালীন সময়ে বিকাশ এর মাধ্যমে রিচার্জ করার সুবিধা চালু থাকবে।
এ বিষয়ে বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন জানান, ‘ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় বিকাশ বা নগদে রিচার্জের ক্ষেত্রে অতিরিক্ত চাপ দেখা দিতে পারে। অনেক সময় সার্ভার ব্যস্ত দেখাতে পারে। তাই গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে ছুটি শুরুর আগেই প্রয়োজনীয় রিচার্জ সম্পন্ন করতে।’
বিদ্যুৎ সংযোগ সচল রাখতে এবং ভোগান্তি এড়াতে গ্রাহকদের যথাসময়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।