Post Top Bottom Google Ad Code

সিলেটে ছাত্র আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ নেতার বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : ১৫/০৫/২০২৫ ০৩:৫৬:০৯ AM

Share
152

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

বুধবার (১৪ মে) মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম সংগঠক সুমাইয়া আক্তার। 

মামলার অন্য তিন আসামিরা হলেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।

মামলায় উল্লেখ করা হয়,  ১০ মে বিকেলে মহানগরের সারদা হলের সামনে অভিযুক্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠককে গুম খুন ও ধর্ষণের হুমকি দেয়। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম বলেন, শুনেছি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে বাদি যে অভিযোগ গুলো দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। সুমাইয়া মুখপাত্রের পদ না পেয়ে এখন বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্ঠ করছে।

বাদী পক্ষের আইনজীবী মো. ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, এরকম কোন কিছু এখনো আমাদের  কাছে আসেনি। কোর্ট থেকে নথিপত্র আসলে বিস্তারিত বলতে পারবো।


সিলেট প্রেস / ১৫ মে ২০২৫/ এফ কে


Local Ad Space
কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০৫-১৫ ০৩:৫৬:০৯