Post Top Bottom Google Ad Code

বিশ্বনাথে জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক কর্মসূচী পালিত

  • প্রকাশের সময় : ১০/১২/২০২৩ ১২:০৬:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি প্রতিনিধি
Share
42

দেশব্যাপি জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ওয়াটারকিপার্স বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং বাপা সিলেট শাখা ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ -এর উদ্যোগে জলবায়ু  ন্যায্যতার দাবির পাশাপাশি "বাসিয়া নদীর অবৈধ দখল-দূষণমুক্তের" দাবিতে মানববন্ধন ও নৌ-যাত্রা কর্মসূচি পালিত হয়। 

আজ ৯ ই ডিসেম্বর শনিবার দুপুর ১২ ঘটিকায় কালিগঞ্জ বাজারে বাসিয়া নদীর তীরে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক পরিবেশবাদী ফজল খান। 

সভায় বক্তারা বলেন,বর্তমান সময়ে সারাদেশে নদনদী গুলো বিলুপ্তির পথে। যার ফলে আজ পানি নিষ্কাশন সহ কৃষির উপর প্রভাব পড়েছে। বাসিয়া নদী অবৈধ দখলবাজের কবলে এবং ময়লা আবর্জনা ফেলার কারণে আজ পরিবেশ দূষিত হচ্ছে। অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা আবর্জনা অপসারণের দাবি জানান।

দ্রুত সিলেটের নদনদী গুলো খননের পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান। 

সংগঠক এস এ সাজুর পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন আনফর আলী গাজী,শামসুল ইসলাম,সুফিয়ান আহমদ,সুবত চন্দ্র দাস, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম  আহবায়ক  এস.পি. সেবু,বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য আবদুর রহমান,আজাদুর রহমান,আবদুল মোমিন,সানাহর মিয়া,আলা উদ্দিন,নেইমার আহমদ,ফাহিদ খান,আশফাক আহমদ প্রমুখ।


সিলেট প্রেস / আর ইউ


Local Ad Space
কমেন্ট বক্স
মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ

মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ

প্রকাশ২০২৩-১২-১০ ১২:০৬:৪৮

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।